৭৭ থেকে ০৭ হিসেব মতো ৩০ বছর ধরে এমন এক পরিবেশে বাস করে আসছি যেখানে সবই আপাতত শান্ত এক পরিবেশে ঢাকা। কিন্তু সমাজের গভীর জীবনে যে মন্থন সব সময় হয়ে চলেছে তাকে তো আর কোনো অন্তরা দিয়ে থামিয়ে দেওয়া যায় না। সে নিজের কার্যকারণ মেনে যা ঘটাবার তা ঘটিয়ে চলে। সমাজের এই গভীর জীবন আমাদের সামনে প্রত্যক্ষ নয়। তাই তার গতিবিধিকে আমরা তেমন সচেতনভাবে নজর করি না। অথচ তার চলার কারণ আমরাই। আমরাই জ্ঞানে অজ্ঞানে সেই জীবনকে জারিত করে তুলি। তার মন্থনকে প্রচন্ড রূপ দিই। একে কেউ নাম দিতে পারে contradiction।